দেয়ালে যখন ঠেকেছে পিঠ তখন রুখে দাড়ানোই ভালো।
জমেছে যখন ঘৃণা এ বুকে তখন দুচোখে আগুন জ্বালো ।


হাসছো তুমি হাসছে সবাই  হাসছে নাকি সাগর পাহাড়
তবু কেন ধুকে মরছে মানুষ এসেছে সময় জবাব দেবার ।


এত উত্সব এতো আলো জমেছে আঁধার প্রদীপের তলে
নিজদেশ ছেড়ে কেন তবে বল পরদেশী হই দলে দলে ।


নারী সম্মান লুণ্ঠিত হলে কোন দর্শনে উপহার মেলে
পেশীশক্তি কী জনশক্তি তাই মরে আজ ঘরের ছেলে !