এক একটা জিজ্ঞাসাতে তোলপাড় সমাজে আনে নতুন মাত্রা;
এক একটা জিজ্ঞাসায় জন্ম হয়, আবিষ্কৃত এক নবযুগের যাত্রা।
ছোট্ট একটা জিজ্ঞাসা মা কোথায় ছিলাম, আমায় পেলে কোথায়?
কুমারীর জিজ্ঞাসায় মা হেসে বলে আগামী দিনে মা হবি যে তুই !


কিছু জিজ্ঞাসা দিশাহারা বিমূর্ত, উত্তর না পেয়ে অন্ধকারেতে ঠায়;
কিছু জিজ্ঞাসায় স্বাধীনতা,গাফিলতা শতছিদ্র সেই স্বাধীনতা রক্ষায়।
ঘুম পাড়িয়ে দেওয়া কিছু জিজ্ঞাসা সুনামির মতো জাগে একদিন;
জিজ্ঞাসা জবাব খুঁজে নিতে নটরাজ ছন্দে তাথৈ তাথৈ করে নর্তন।