জীবন যেন একটা সাজানো গোছানো সময়ের এক প্রাসাদ।
অথচ জীবন ছেড়ে গেলেই উঠোনময় ছড়িয়ে থাকে বিস্বাদ।
এই জীবনই কৃষ্ণচূড়া হয়ে তার রঙেতে রাঙায় বসন্তদিন ;
স্বপ্ন হারিয়ে এই জীবন উত্তর হাওয়াতে পত্রঝরায় অনুক্ষন।


টালমাটাল কালবৈশাখী ঝড় জীবনকে ঘন ঘন চোখ রাঙায় ;
জীবন তখন জীবনের তরে ঘরের খুঁটি দরমা চাটায় সামলায়।
দিলদরিয়া দিলখোলা জীবন চাঁদের রুপোলী জ্যোৎস্না মাখে;
জীবনের সাথে জীবন হাত বাড়িয়ে দেয় অচেনা পাথের বাঁকে।