মাটিই তো খাঁটি। বুকের গভীরে কত কাহিনী লুকিয়ে রেখেছিল।
একদিন কেউ মাটির ধুলো উড়িয়ে বলেছিল চলো উজানে চলো।
মাটিই শেখাল অধিকার অর্জনে মাটি কামড়ে পড়ে থাকতে হয়।
মাটিই সর্বংসহায় দেখায় কতটা ধৈর্যে সাফল্য শিখর চুড়ায় ।


মাটির অভ্যন্তরে পরতে পরতে ছড়ানো আদুরে শিকড় আস্তরণ।
প্রতিমুহূর্তে মাটিকে ধারাবাহিকে করি অস্বিকার করি আস্ফালন।
তাও মাটি নীরবে, শুধু অবিরত অনবরত দুহাত ভরে দিয়ে চলে।
যত্নে অযত্নে বন্যা খরা,নিদেনকালে মাটিই ডাকে বাছা আয় কোলে।