চোখে চোখ রেখে বলতে চেয়েছি বোঝনি;
চোখ চুরিয়ে হারিয়ে গিয়েছো, ভিড়ের ভিতর ।
চোখের গহীন অরণ্যে পথ হারিয়ে দিশাহারা ;
আমার জন্য শুধু চোখে চোরাবালির ঝড়।


চোখ কি সত্যিকারের মনের কথা বলে?
চোখের নীল সমুদ্রে উথাল পাথাল ঢেউ।
চোখে পড়েনা তীরভূমি, অসহায় নাবিক ;
চোখের ভাষা পড়বে? জেগে আছো কেউ?