কেন যে কান্না উথলে ওঠে দুচোখের দুই কূলে ?
কিছু কান্না বুকের ভিতর শুধু রাস্তা হাতঁড়ে চলে ।
এসো কান্না বসো কান্না, বাস্প হয়ে যাও উড়ে ।
কিছু কান্না সময় ঘুরলে বারে বারে আসে ফিরে ।


দুধের শিশুর কান্না শুনেই মায়ের হৃদয় উচাটন !
জয়ের মালায় জয়ীর কান্না পেল বুঝি অমুল্যরতন।
কাঁদছে আকাশ কাঁদছে বাতাস কাঁদছে বসুন্ধরা ।
চক্রব্যূহেতে লুঠ করে লুঠেরা তাই কাঁদছে সর্বহারা ।