কেউ কেউ আসলে, মন যে চাই থাকুক অনেকক্ষণ ।
কেউ কেউ এলে ভাবি মুক্তি চাই,নয়তো সে স্বজন।
কেউ আসবে বলে অঙ্গন জুড়ে আল্পনা এঁকে রাখি ;
সে যাকগে ফিরে,তাই ঘরের আলো নিভিয়ে রাখি ।


ফাগুন আসুক ফুটুক ফুল,আগুন লাগুক মনে প্রাণে ;
ফুটল যেই আমের বোল,মধুপ আসে ফুলের ঘ্রাণে ।
জীবন আসে খুশি নিয়ে,মরণও আসে সময়ের টানে;
প্রদীপের সলতে পুড়ে যায়,তুমি আসবে মনই জানে।