ঝড় হয়ে গেছে
প্রবলবেগে বৃষ্টিরা ঝরে গেছে
ঝরা পাতারা অবিরাম বৃষ্টিতে ভেসে গেছে
মনের সবুজ পাতায় বৃষ্টিফোঁটা কম্পন জাগাচ্ছে।


মন বলছে তুমি আসবে আকাশ রঙিন হচ্ছে;
পাখা মেলে দেবে পাখিরা রোদ্দুর যে ডাকছে।
পাঁপড়ি খুলছে ফুলেরা বাতাস দুলিয়ে দিচ্ছে;
আর ভয় নেই, সোনার কাঠিতে প্রাণ জাগছে।


ব্যস্ত পথের শঙ্কা নেই
মুখোশে মুখ আর ঢাকা নেই
কাজ ফিরে পেয়ে মন কুয়াশাতে নেই
স্বরলিপি সেধেছে মন বেসুরেতে আর নেই।


মন বলছে তুমি আসবে বিপদের সীমা ভেঙে ফেলে।
নিভে যাওয়া দীপগুলো খুশিতে আবার দারুন জ্বলে।
চরণচিহ্নে প্রান-আল্পনা আঁকা সব শেষ হয়ে গেলে।
মৃত্যু সাগর পেড়িয়ে ঝাঁপ দেব সখী তোমার আচলতলে।