ভাবনা আমার কোথায় কোথায়
        যায় হারিয়ে যায় গো যায় ।
বক্ষে তুষের আগুন নেভেনা
       হৃদয় পুড়ে যায় গো যায় ।


অবাক হয়ে দেখি গাছে গাছে
       ফুল ফুটেছে থরে থরে।
অলি বোধহয় তার সুবাস পেয়ে
       গুনগুনিয়ে এলো উড়ে।
আমার সেজন আসবে কখন
      সেই আশাতেই রইগো রই।


এই শ্রাবনে গাঙ্গে ভরা জোয়ার
      জল থই থই উথাল পাথাল ।
ঐযে কারা ফিরছে একে একে
      ঘর যে ওদের হবে উজল ।
সে আসেনা বাড়ে আধাঁর দ্বিগুণ
(তবু ) জোনাকিরা আশা জাগায়গো ।