রোদ্দুর যখন নারকেল গাছের সবুজপাতা
     সোনায় রাঙিয়ে দিল। তোমায় মনে পড়ল;
জানলা দিয়ে ডাকাতের মত রোদ্দুর এসেছে
     ইতি উতি তোমায় খুঁজে হয়রান হলো ।
দখিনের পর্দা সরিয়ে বাতাস এসেছে
   তোমায় না পেয়ে বাসি-কাগজ উড়িয়ে দিল।
উঠানের চড়ুইগুলো জানেনা তুমি নেই
   চালের খুদ ছড়াতে ওদের কিচিরমিচির থামল।
কোলে হারমোনিয়াম নিয়ে গেরুয়াধারী
   তোমার পছন্দের প্রভাতী গান গেয়ে গেল ।
চায়ের জল রোজকারের অভ্যাস মতন
   বসিয়েছিলাম। জল ফুটে শুকিয়ে গেল ।
মুখোমুখি বসে সাতসকালের গরম চা
   আর নয়। বাস্পের মত সুখ ফুরিয়ে গেল ।