একটা শব্দ বার বার ঘুরে আসছে
যেন সেই শব্দ পথ হেঁটে হেঁটে ক্লান্ত ...
দীর্ঘ রজনী সে ঘুমোয় নি
হাজার বছরের সবুজ শেওলা তার শরীরে
শতাব্দীর পর শতাব্দী দেখেছে কত উত্থান পতন
মরুর বালু ঝড় ও তাঁর গতি রুদ্ধ করতে পারেনি
সুনামির ঢেউ তাকে চমকে দিয়েছে থামাতে পারেনি
বৃষ্টি অরন্যে সে পথ হারিয়ে পথ খুঁজে নিয়েছে
হিমবাহ তার রক্ত চলাচলের তীব্রতায় পিছিয়েছে
কালবৈশাখীর ঝরা পাতায় বুক চিতিয়ে রুখেছে
আকাশের বজ্র বিদ্যুত কতবার রাস্তা কেটেছে
তবু সেই শব্দ আমার সম্মুখে দাঁড়িয়ে দৃঢ় প্রত্যয়ে
নিজেকে সেই মুহুর্তে মনে হলো আমি কে সেই...
আমার চেয়ে মহামান্য মহোদয় এ বিশ্বে কেউ নেই


সেই শব্দ হিস হিস করে বলে ফেলে
তারপর চিত্কার করে হুঙ্কারে বলে  
আনন্দ ঝংকারে তুলে বলে
তানসেনের মিয়ামল্লারে হিল্লোল তুলে বলে
ঝরনার ঝিরঝির কল্লোলে বলে ফেলে
কোয়েলার কুহুতে, নটরাজের নৃত্যের তালে
সেই শব্দ যেন প্রতিধ্বনিত হয় আকাশে বাতাসে
কোন সে পারাবত প্রিয়ার চিকন কন্ঠস্বর শুনি...


''তুমি কোথায়'' তুমি কোথায়'' তুমি কোথায় ''


* কবিতা কবি সত্যপদ মন্ডল কে উৎসর্গ