তুমি নারী, তুমি এটা মেনে নাও ।
দাদা ভাই খাবে এক বাটি গরম দুধ ।
জানোনা, ওরা বড় হয়ে মগজ খাটাবে ;
        তুমিতো অন্য বাড়ির সম্পদ !
বাপের বাড়ি থেকে যাবে স্বামীর বাড়ি
তারপর,তোমার পুত্র সন্তানের বাড়ি ।
তুমি নিজেকে ভেবে নাও একটা নিমগাছ।
তোমার সবুজ পাতায় দিও শীতল স্নিগ্ধ ছায়া,
তোমার ফুলের মধুতে বয়ে যাবে অমৃতধারা।
তোমার বাকলের নির্যাসে পুষ্ট হোক ওরা;
তোমার সারংশে তৈরি হোক আসবাব পত্র।
       মোটেই প্রতিবাদ করোনা ।
তুমি নারী, তুমি এটা মেনে নাও ।
অমন আগুন চোখে চেয়ে থেকো না ।
জানোনা, চকমকি আগুন নিমেষে হবে দাবানল;
তাই তোমার জন্যে রেখেছে অর্ধেক আকাশ;
মিথ্যে কথা! ওটা বলতে হয়, ওটা কথার কথা।
সর্বংসহা হও, ঠিক মাটির মত হও;
    ওরা বারবার কর্ষণ করে ফসল ফলাবে।
তুমি নারী, তুমি এটা মেনে নাও ।
ওরা যখনি বলবে, তখনি শরীর অনাবৃত করো।
তোমার চকচকে ত্বকে ওদের যে লক্ষ্মীলাভ।
        প্রতিবাদ করলেই বিপদ!
আসামীর কাঠগড়াতে তুমি, একমাত্র তুমি তুমিই,
সীতার মতন... তোমার আগুনে তুমিই পুড়বে।
  তুমি নারী, তুমি এটা মেনে নাও ।