তোমায় কি করে বলি বলতো !
আসলে মনের ভাবনা ব্যাকরণ মানেনা।
আবেগগুলো আসে আর অনবরত কাজ করে যায়
অনুক্ষন চর্মচক্ষে যা যা ঘটে যায়
সেই মুহূর্তগুলি মানসচক্ষে লিপিবদ্ধ হতে থাকে।
ইচ্ছা করে কবিতার মতন করে ভাসিয়ে দিই
হয়তো তাই ব্যক্ত করি...
আর তখনি জাগে জগত জুড়ে আলোড়ন ।


ধীরে ধীরে আগুন আবিষ্কার থেকে এগিয়েছি
চাকার আবর্তনে নগরায়ন থেকে বিশ্বায়ন
নিত্য নুতনে জীবন হয়তো ক্রমশ হিমায়নে যাবে।
বা হয়তো দুরন্ত গতির আশ্চর্য সে স্বপ্নের দেশ।


তাই, তোমাকে ও নতুন করে পেতে চাই।
নতুন ভাবনায় তুমি কোমল কঠোর পেলব উষ্ণতায় ।
ফুল ফোটার মুহূর্তে বৃক্ষের উদ্দাত্ত গানে ...
প্রথম পৃথিবী দেখা শিশুর চিৎকারে বেসুর কান্নাতে
যে যুবক দিয়েছে প্রাণ সীমান্তে স্বাধীনতা আনতে
ভাষা প্রতিষ্ঠার জন্য আজীবন মানুষের অকৃপণ লড়াইয়ে।
নারীর প্রতীক্ষার বাতিস্মম্ভের বোবা অস্থিরতায়।
এ সবের প্রকাশ হোক জনতার ময়দানে
ছবিতে কবিতায় গল্প উপন্যাস অনুগল্পে
প্রতিবাদী গানে শ্লোগানে এই পৃথিবী জুড়ে
মুখরিত হোক আলপথ থেকে রাজপথ।
তাই তোমায় চিনে নিলাম
আমি আমার মতন করে।