তুমি তোমার ইচ্ছে মতন আসো
নীল আকাশে সাদা মেঘে ভাসো।
যদি বলি মুখোমুখি একটুখানি বসো
তখন তুমি মুখটি বুঁজে চুপটি করে হাসো।
এইতো দেখি সবুজ মাঠে কাশের দোলা
হঠাৎ মুখ গোমরা ভারী বাতাস দোলা।
ঝমঝমিয়ে বৃষ্টি দিলে হঠাৎ একপশলা
শুকনো পথ কাদা হলো দুষ্কর পথচলা।
টুনির মুখ কেন জানি কালো হয়ে গেল
বলনা টুনি বেশতো ছিলিস হঠাৎ কি হলো?
ডাগর চোখে কাজল কেন ধুয়ে গেল?
ইনিয়ে বিনিয়ে টুনি শেষে বলে গেল।


পুতুলবউ কালকে থেকে খায়নি হাঁড়ির ভাত,
ঠাকুর দেখার ছলে পুতুলবর ফেরেনি সারারাত।