ক্লান্ত ফাগুন ফুল ফুটিয়ে ঘুমের দেশে
        তাও যতটুকু ছিল
সেইটুকু হরে নেয় গ্রীষ্মদিন রাবণ বেশে ।


ত্রাহি ত্রাহি রবে সীতারুপী বসন্ত কাঁদে
         কে কোথাও আছ
রক্ষা করো মোরে পড়েছি ভীষন ফাঁদে ।


জটায়ু রূপে পশ্চিমী ঘুর্ণাবর্ত দাঁড়ায় রুখে
         হারে তীব্র কিরণ কষাঘাতে
সীতা মাতার জন্য সে ঝরালো রুধির বক্ষে ।


বসন্ত তার অলংকার চিহ্ন রেখে রেখে যায়
         আশা টুকু মনে রেখে
যেন সে নিশানা ধরে আমারে খুঁজে পায় ।


যায় বসন্ত হায় বসন্ত একি তব রূপ দেখি
         বুকে বড় বাথা লাগে
এমন দীনহীন বেশবাসে কি করে হয় সুখী ?