ভীষণভাবে রক্তে মাংসে মিশছে আগুন
রাত্রির কালো মুছতে মোমবাতির আলো
আলো আলো কত আলো শুধু আলো ।


এবড়ো খেবড়ো পাহাড়ের গা বেয়ে কারা নামছে ,
ঝরনার মতন বাঁধন ভেঙ্গে কেউ কেউ আসছে,
কাটা ফসলের মাঠ পেড়িয়ে অনেকে এলো
সবার হাতে অদ্ভূত সেই মোমের আলো ।
প্রবল শীতে হিমের বারন কেউ মানছেনা
বাবলা কাঁটার রক্তে পা ভিজে গেছে ।
রক্তে ভেজা পথ মাড়িয়েই ওরা চলেছে ।


অপূর্ব আলোর বৃত্তে
যেন একরাশ তারাদের মিছিল।
ওদের চোখে আলোর প্রতিচ্ছবি আশা জাগাচ্ছে ।
অহংকারের মুকুট ভেঙ্গে পড়বেই মাটিতেই ;
মাটির সন্তান মাটির কষ্ট জানে বোঝে
তাইতো ওদের পথ চলা উজানের ডাকে;
জয় হবেই নিশ্চিত জয় হবেই ...