ছন্দে চলা জীবনটাকে করোনা আর ছন্দবিহীন;
ফুসমন্তরে হবেনা অন্ত, জীবন চলবে অন্তবিহীন।


কৃষ্ণচূড়ার পাপড়িকে দেখো বসন্ত ছুঁয়ে গেছে
পাতায় পাতায় বাউল বাতাস কি খবর রেখে গেছে?
নদীর ঢেউ ভালোবেসে এসে তীরভূমি ছুঁয়ে গেছে।
স্বপ্নের ফেরিওয়ালা খোলা চিঠি রেখে গেছে।


সুরভরা এই সোনালী দিন,করোনা আর সুরবিহীন?
একা থাকার যাতনা সরিয়ে আসছে ফাগুন দিন।


কোকিলের কুহুতানে শোন বসন্ত মিশে গেছে
মৃত্যুর পাশাপাশি দেখো লড়াইটা জারী আছে।
হতাশার মরুঝড়ে দেখো জীবনটা জেগে আছে
একলার লড়াইয়ে এখন অনেকে সামিল আছে।


ক্ষয়ে ক্ষয়ে যাওয়া প্রাণমন, গায় উজানের গান ;
জীবনের ডাক শুনেছে সবাই, সামনে ভোরের দিন।