আচ্ছে দিন, আচ্ছে দিন, নিশ্চয় আসবে আচ্ছে দিন
একটু সবুর করো, তোমরাতো সব জনতা জনার্দন ।।
আচ্ছে বাচ্ছা কাঁদেনা কখনো,সাচ্চা মানুষ চিত্কার করেনা ;
তারা রামনাম জপতে থাকে, তারা জীবনের মানে খোঁজেনা।।


আর একবার, আর একবার সবাই মিলে দাওনা করে পথ,
সেদিন যে করেছি শপথ,পূর্ণ করব মরতে দম তক ।
মিথ্যে যারা বলছে আমার নামে, তারাও গাইবে জয় গান ;
আকাশ পাতাল থেকে একদিন ঠিক খুঁজে আনব আচ্ছে দিন ।
আচ্ছে দিন, আচ্ছে দিন, নিশ্চয় আসবে আচ্ছে দিন
একটু সবুর করো, তোমরাতো সব জনতা জনার্দন ।।


দেখো রঙ বদলে কেমন করে,কালাধন চমকায় জীবন ;
দেশের ভালো করব বলে, কতবার বিদেশ করছি ভ্রমণ ।
তোমারা সবাই মিলে আমায় গরিবী আর বেকারী দাও;
আর তার বদলে তোমরা ঘন ঘন উত্সবেতে মেতে যাও  ।।.
আচ্ছে দিন, আচ্ছে দিন, নিশ্চয় আসবে আচ্ছে দিন
একটু সবুর করো, তোমরাতো সব জনতা জনার্দন ।।


দেখোনা আজ ঘরে ঘরে, কত উজালা কত কি জ্যোতি !
জীবন জুড়ে বেড়েছে গতি,জিনিসের দাম বাড়লে কি ক্ষতি?
ফুলের যতো সুবাস আছে, ভাগ করে দেব তোমাদের মাঝে ;
ফুলে যতো কাঁটা আছে, থাকনা সে কাঁটা  আমার কাছে ;
আচ্ছে দিন, আচ্ছে দিন, নিশ্চয় আসবে আচ্ছে দিন
একটু সবুর করো, তোমরাতো সব জনতা জনার্দন ।।