গানের স্কুলের বান্ধবীর সাথে
ঠিক হলো বেড়াতে যাব দুরে কোথাও ।
      দিনটা হবে সরস্বতী পূজা ।
এমন দিনে স্বাধীনতা কে না চায়?
দুজনেই রাজি, অন্তরে মন খুশী খুশী ।


সময়মতো চৌমাথায় ল্যাম্প পোস্টার নিচে;
যিনি কাছে এলেন হলুদ রঙের শাড়িতে,
তাকে চিনি চিনি মনে হলেও চিনতে পারছিনা ।
বোকার হদ্দ হয়ে চেয়ে আছি ।
সম্বিত ফেরে - কিরে হাঁদা'র মতন দেখছিস !
কোনদিন যেন ... চল কোথায় যাবি চল ;


আমার কথা জড়িয়ে গেল ।
মুখ থেকে জ্যামুক্ত তীর ছুটে গেল ।
বললাম তুই সরিয়ে তুমি কি ইরা?
আমি তো চিনতেই পারিনি ।
মনে ভাবি - মেয়েরা কি হটাত বড় হয় ?
বিশেষ করে এই সরস্বতী পূজার দিনে ।
এখনো আমি উত্তর খুঁজে ফিরি ।