আসা যাওয়ার পথে দোতলা বাড়ি
অল্পবয়সী সকলের প্রায় অভ্যেস হয়ে গিয়েছিল ।
যদি তার সাথে চকিতে বারান্দায় দেখা হয় ।
পাড়াতে নতুন এসেছে নতুন ভাড়াটে ।
নতুন মুখ নতুন গান নতুন সুর...
পাড়ার রকে বসার জায়গা পাওয়া যেতনা ...


ওদের নাম চুনিয়া মুনিয়া ওরা জমজ ;
দুজনেই ক্লাস নাইন সবে ধরেছে শাড়ি ।
একসাথে থাকলে বুঝি, চিনতেও কষ্ট হয়না ।
এতো ওদের সাদৃশ্য যে আলাদা চিনতে ভুল হয় ।
পাড়ার ফাংশনে শ্যামা নৃত্যনাট্যে ওরা অংশ নেবে ।
আমি বজ্রসেন। বুকে তিরতির করে বইছে ফল্গুনদী ।


রিহার্সালে ডাক আসে দোতলা থেকে
এই শীতে ফাগুন আসে, মাটিতে তখন পা পড়েনা ।
গানের সুর বাণী ভুলে যাই, দুচোখে যখন চোখ পড়ে ।
কি অপরূপ সুরেলা কন্ঠে ওরা বলে গান গাও ।
শেষে বলতে বাধ্য হয়, তোমাকে দিয়ে বজ্রসেন হবেনা ।
তুমি বরং উত্তীয় চরিত্র করো । দারুন ফুটিয়ে তুলতে পারবে।