দিনটা যেন ছিল রাজধানী এক্সপ্রেসের মতন;
আসছে আসছে হটাত এসে গেল ঘাড়ের কাছে ;
এই আলো এই সঙ্গীত মূর্ছনা নাটকের কলাকুশলী
সাথে পাহাড় জঙ্গল চালচিত্রের মতন প্রেক্ষাপট ।
চকিতে ঝলসে ওঠে তরবারী শত্রুর আক্রমনে;  
ক্ষিপ্রগতিতে ধনুকের টঙ্কার লুকালো বুঝি শিকার!
নিমেষে পট পরিবর্তন বিবাহবাসর থেকে শ্মশানঘাট;
ঝাঁপিয়ে আসে বৃষ্টি প্রথম প্রেম দুচোখের বিনিময়ে;
বন্দেমাতরম ধ্বনিতে ভালবাসা হেরে যায় বুলেটে।
যুগযুগান্তের শৃঙ্খলিতা নির্যাতিতা নারী জেগে উঠছে ।
পর্দা ছিঁড়েছে শিকল ভেঙ্গেছে দিন এনেছে মুক্তির।
মাত্র বারোটা দিনে অসম্ভবটা কি করে সম্ভব ?
ঝড়ের মুখোমুখি দাঁড়িয়ে আমরা শপথ নিলাম!
একের হাতে অন্যের হাত রেখে স্ফুলিং দাবানল...
সেই আগুন শিখায় শুদ্ধ হয়ে পায়ের নিচে জমি।
সৌরভের গৌরবে একটা দিন সম্পুর্ন আমাদের ।
তবে কেন মনে বেজে চলেছে বিসর্জনের সুরে সানাই;
চোখ থেকে আপনা থেকে ঝরে চলেছে এক স্রোতস্বিনী;
সেকি শুধু নিলো নাকি উজাড় করে দিলো অনেকটা !