চলে গেল জীবনের আর একটা দিন ।
অন্ধকারে হারিয়ে যাবে ।
ফুরিয়ে যাচ্ছে আলো বাতাস ছায়ায় মায়ায় ;
দিনের প্রতি পল ভেসে যাচ্ছে সময় স্রোতে।
ঐযে যেখানে নদী বাঁক নিয়েছে
ওখানে সুন্দর শৈশব শৈবালে আটকে আছে ।
আর যেখানে হটাত চর জেগেছে
ওখানে কৌতুহলী কৈশোর ছড়িয়ে আছে ।
ঐযে মাস্তুল ভাঙ্গা নৌকা নদীর তীরে
ওখানে সাধের যৌবন নতজানু হয়ে পড়ে আছে ।


এখনো ভাঙাচোরা ক্ষত হৃদয়টা খুঁজে চলেছে;
রাত থেকে দিন দিন থেকে রাত, খুঁজেই চলেছে ;
একদিন সে হটাত মুখ ঘুরিয়ে জবাব দিলে
ক্ষত হৃদয়টা সারাবার জন্য ভালবাসা খুঁজছি ।