অনেক দিন তুমি আসনি ভালো আছোতো?
কাল বৃষ্টি এসেছিল
সাথে দুর্দার বেগে ঝড় ।
শুরু হল শিলাবৃষ্টি তারপর ।
আকাশের গন্ধ নিয়ে জলের ফোঁটা ।
ঝড়ের কাছে মাথা নোয়ায় বৃক্ষদল ।
যেন প্রার্থনা করে বলে এবার শান্ত হও,
তোমার রুদ্রমূর্তি করো পরিহার হে প্রকৃতি ।


অনেক দিন তুমি আসনি ভালো আছোতো?
বুকের ভিতর ভয়
বলে চলে সর্বদা কি হয় হয় ?
অচেনা আশঙ্কা নিয়ে থর থর কন্ম্পন
মনে বলে এই বুঝি থেমে যাবে জীবন ।
ঘরেতে ফেরেনি এখনো যে সব আপনজন ।
বিজলি চলে যেতেই একরাশ অন্ধকারে অবগাহন ।
ভূত ভবিষ্যত অতীতের ফ্ল্যাশব্যাকে যত স্মৃতিচারণ।
পাশে তুমি থাকলে এমন হতনা, তুমি কোথায় এখন ?





* কবি  মোঃ আব্দুস সোবহান রুসাফী 'র জন্য এই কবিতা উত্সর্গীকৃত ।