ভালো হয়ে ওঠো তোমরা
মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়িয়েছি আমরা
একের পর এক শত্রু আসছে আর ভেঙে দিয়ে যাচ্ছে।
ভাঙছে মান-সম্মান ভাঙছে ছায়া কাটছে শিকড়।
ভাঙছে বন্ধুত্ব মনুষ্যত্ব ভাঙছে সম্পর্ক ভাঙছে কোমর।
ঐতিহ্য ভেঙে করেছে খানখান।
বিষ ছড়িয়ে পৃথিবীকে চাইছে টুকরো টুকরো করতে।
সম্পর্কের অলিতে গলিতে বিষের দংশন।
পাওয়া আর না পাওয়াতে ফাটল ধরেছে ভীষণ
একদল শুধু পেয়ে গেল জীবনের সবটুকু স্বাদ।
একদল না পেয়ে সন্তুষ্ট থাকে চিরটা কাল।


জীবনের সায়াহ্নে ছায়ারা ও দীর্ঘ হয়
অনেক কিছু না মানতে চাইলেও মেনে নিতে হয়।
সুনামি যেকোনো সময় ঘটতে পারে, প্রস্তুত থাকতে হয়।
তবু আমরা চাইব, তোমরা ভালো হয়ে ওঠো
তোমরাতো শিকড়, তোমরাতো বিশাল ছায়া ;
তোমাদের কাছে এসে কতজন স্বস্তি পায়।
কতজন মনের কথা বলে হৃদয় জুড়ায়।
নদীও সাগর পানে ধেয়ে যায়
বলে যায় আবার একদিন ফিরবে।
তোমরাও  এখনই যেওনা চলে,
বলে যাও  তীরে আবার ফিরে আসবে ।