কোন দরকার ছিলনা এত ভণিতার
যদি একবার মুখফুটে বলতিস ।
তোর জন্য নামিয়ে আনতাম কালবৈশাখী
গোলাপ বাগানের রংবেরঙ্গের গোলাপগুলি
সত্যি চাঁদ হয়তো দিতে পারতাম না ।
     বিশ্বাস কর এনেদিতাম চন্দ্র জোছনা
     মুঠোয় ভরে দিতাম একরাশ জোনাকী
     একটা একটা উড়াবি ফাগুন বাতাসে
     গোলাপ গন্ধে হতো দশদিশি মাতোয়ারা
     নৌকাবিহারে গোটা রাতগুলো দেব ।
এমনটাতো হলোনা, শুকিয়ে গেল গোলাপ
একটা একটা করে মরে গেল জোনাকী
এক লহমায় ভরা গাঙ হলো মরা গাঙ
সারারাত জোসনায় আর স্নান হলোনা
ছোট্ট পাখীর বাসাতে নিরাপত্তা যে কম ।
   উঁচু ডালে বেঁধে নিলি তোর বাসা
   উচ্চগ্রাম বিদ্যুত্‍ ঝলক হাসিতেই সুখ
   আটপৌরে জীবনে অনেকখানি দুখ
   নোতুন ঘরে আলতা পায়ের ছাপে রেখে
   বলবি 'খুব ভালো আছি '
         দেখিস বলতে যেন কষ্ট না হ্য়।