বৃষ্টি এসেছে চকিতে রাজপথে
সামনে যে মেয়েটি হেঁটে যাচ্ছিল, বৃষ্টিতে হতভম্ব
আমার ছাতাটা বাড়িয়ে দিলাম বৃষ্টি থেকে বাঁচুন
সে বললে ধন্যবাদ বৃষ্টিতে বাঁচতে দরকার ছিল
কিন্ত আপনি কি বৃষ্টিতে ভিজবেন, চলে আসুন।


আজ একটা ইন্টারভিউ আছে চাকরিটা দরকার
সামনের পথের বাঁকে যে অফিস সেখানে যাব
চমকে উঠলাম আমার গন্তব্যস্থল ওখানেই
বললাম বেশ বেশ আমিও ওখানেই যাব
মনে মনে বললাম চাকরিটা আমরাও দরকার ।


তখন বিকেল রোদ্দুর ঢলেছে অফিসের গায়ে
মেয়েটি এগিয়ে আসছে কাঁচের দরজা সরিয়ে
হলুদ বিকেলে পড়ন্ত রোদ্দুরে তার মনছোঁয়া হাসিমুখ
কেমন হলো? চাকরিটা হয়ে গেল একাই ছিলাম ।
অনিকেত সেনগুপ্ত আসেনি, ভাগ্যিস আসেনি তাইতো...


ছাতাটা আপনার কাছে রয়ে গেছে দেবেন ;
বিমল হাসি বিনিময়ে বলি ঠিক আছে চলি ।
দুজনে হেঁটে চলে গেলাম রাজপথের দুদিকে
    আমি অনিকেত মনে মনে বলি ভালো থাকো মেয়ে ।