জল না পেয়ে গাছের চারা যেমন হয় ম্রিয়মাণ
ঠিক তেমনি মুষড়ে আছে ভালবাসা-হীন জীবন ।
নৌকা যেমন গভীর জলে বেয়ে যায় তরতর
ভালাবাসা পেয়ে এই হৃদয়ে বুদবুদ বারাবার ।


মধু নেই বলে প্রজাপতি এক ফুল থেকে অন্য ফুলে
রাত শেষে হলে প্রেম ফুরায় তুমিও সেই যাও চলে।
বনের শুকনো পাতাগুলি বাতাস নিয়ে যায় উড়িয়ে  
তুমি এলেই দুঃখ নদী খুব সহজেই যাই পেড়িয়ে ।