এমন দিনে এমন একটা উদার
ভালবাসা নদী খুব দরকার ছিল।
অবগাহনে মন হবে কলুষ মুক্ত ।
হয়ে যাব নীল আকাশের পাখী ।
বাতাসে বিলি কেটে উড়ব ইচ্ছায়
পেড়িয়ে যাব কাঁটাতারের সীমানা ।


হিজল গাছের ছায়াতে ক্ষণেক জিরিয়ে
আবার উড়াল দেবো টান টান ডানাতে ।
মানবনা কোন বর্ণবিদ্বেষ, মানবনা জাত্যাভীমান
ভাব বিনিময়ে থাকবেনা কোনো মেকী জড়তা ;
একরাশ মুগ্ধতা, ফুলের সুবাস মেশানো সুতোয়
ক্রমশঃ ব্যবধান কমিয়ে,আনব ঝরনা উচ্ছল খুশী।


হিংসাত্মক ছায়ারা এই আকাশ আর না গ্রাস করে
বারুদের গন্ধ ফুসফুসের চারপাশে না আসতে পারে;
বুকের গভীরে যে ভালবাসার রাজপ্রাসাদ বিদ্যমান
সেখানে আবেগের ঝাড়বাতি গুলো জ্বলিয়ে দিতে চাই ।
নিস্প্রান টবের গাছে আবার খুশি ঝলমলিয়ে উঠবে
এই জগতটা হয়ে উঠবে এক ''সব পেয়েছির দেশ "