একদিন নিশ্চয় আমার ব্যথার বোধন হবে,
সবার অলখে চোখের জল মুছবে ।
দিনযাপনে কত যে কথা ভিড় করবে,
পাখির ডানায় আঁধার নেমে আসবে ।


কাকে যেন শুধু শুন্যতাই দিয়েছিলে
আলোর বদলে রাত্রি ফিরিয়ে দিলে ।
সবটুকু আশা তার মুহুর্তে গেছে নিভে,
ফিরে গেছে অস্তাচলে একান্ত নিরবে ।


সে এনেছিল পলাশের দিন
গেয়েছিল বসন্ত গান মরাগাঙে বান ।
যুই ফুল হাসি হেসেছিল
চিরতরে হৃদয়ে রেখে দিতে সম্মান ।


বুঝলেনা তার অবুঝ সবুজ ভালবাসা,
এক নিমেষে নিবিয়ে দিলে সব আলো আশা ।
হয়তো মনে হবে, মরা চাঁদের জোত্স্নারাতে
বাতাস হয়ে সে ফিরেছে, ভালোবাসা জাগাতে ।