হটাত যেতে যেতে অনেক দিন পরে
নদী যেন এলো পথের সাথে ভাব জমাতে ।
        পথের কাছে খবর ছিল বলে দিল।
দূর থেকে ভালোবেসো কাছে এসো না ।
নদী ছলাতে বলে কাছাকাছি না গেলে ।
           প্রেম যে হারিয়ে যায় ।
পথ বলে, চাও কি নদী তোমায় ভালোবেসে
আমার আমিকে চিরতরে হারিয়ে ফেলি ।
           সর্বশান্ত হয়ে যায় ?
মুচকি হেসে বলে নদী আমিতো নয় সর্বনাশী
সর্বাঙ্গে সুধা বহে তিয়াস মিটিয়ে ধায় ।
            দেখনি সবুজ চাষের জমি ।
গম্ভীর স্বরে প্রতিবাদ আমি হবোনা সবুজ
যেমন আছি পথ হয়ে ঠিক তেমনি রয়ে যাব ।
            তুমি অন্য কোথাও যাও ।
বুকে আমার চন্দ্র ছায়ায় হাসে তরলচন্দ্রিকা
এমন ক্ষণে প্রেমাবগাহনে ভাসাবো তোমারে ।
            ভেঙ্গে আবার গড়বো নতুন করে ।