আপনারা সব কারা?
ভাল মানুষের মুখোশে ঢাকা, আপনারা সব কারা?
বুঝেছি এবার সময় হয়েছে পাঁচটি বছর পরে ।
রাজা রানী আর দেব দেবী ভিক্ষা মাগিছেন দ্বারে দ্বারে ।
কি আর বলেন দিতে পারি আমরা যে সবহারা ।


গাছেরও খান তলারও কুড়ান ।
আবার ঘন ঘন বিদেশে যান ।
হাসি হাসি মুখে বিজ্ঞাপন
চকচকে ত্বক সিল্ভার স্ক্রিন ।
ছেড়ে মসনদ মাটির মানুষ ভিক্ষা মাগিছেন দ্বারে দ্বারে ।
কি আর বলেন দিতে পারি আমরা যে সবহারা ।


ঘরেতে আমার জ্বলেনা আলো
জমিটা আমার শকুনে খেলো ।
বিনা ওষুধে বউটা যে গেলো
ছেলেটা আমার পরদেশী হোল ।
মান খুইয়ে আমি ভিখারি, ভিক্ষা মাগিছেন তার দ্বারে ।
দেবো দেবো অনেক দেবো দুহাত ভরে নেবেন তারে।


সাচ্চা বলি সাচ্চাই করি
দেবো গরিবি দেবো বেকারি ।
দুঃখ বেচে কিনব স্বপ্নতরী
ভোটটা দিয়ে দেবো চাঁদে পাড়ি ।
মান খুইয়ে আমি ভিখারি, ভিক্ষা মাগিছেন তার দ্বারে ।
দেবো দেবো অনেক দেবো দুহাত ভরে নেবেন তারে।