সংসার সংলগ্ন চিন্তার ভিড় বেড়েছে
চেতনা হেঁসেলের কোণে ঘুরে বেড়ায়
প্রাসাদের বিলাস নিঃশব্দে উড়ে যায়
যখন দেখি গিলে ফেলা শরবত মিছে।


অমৃত বেটে কবে ফিরে গেছে পথিক
যারা অগ্নি সংযোগ করেছিল সংসারে
তারা আর কেউ নেই আমার কেনারে
অমৃতে অরুচি কেন? তোকে শত ধিক্।


সহস্র স্বপ্নের নগর ঘুরে বিধবা
আমি; পদব্রজে স্বপ্ন ফেরারীর খোঁজে
জাগতিক বিভা লুকিয়ে মিথ্যার ভাজে
পঙ্গু করেছে সমাজ প্রতারণার থাবা।


দূর করেছি তোমায় অমৃত পথিক
সেই পাপে মরি আজ, ধিক্ তোরে ধিক্।


২১-০৭-২০১৯