আমার সমস্ত ত্রুটিগুলো তুমি অনুবাদ করে রাখো
তোমার অভিমানের সিঁড়ি ভেঙে কখনো নেমে আসে
কখনো থেমে থাকে প্রতীক্ষা পর্যন্ত।


আজ ছিল এ সমুদ্রযাত্রার প্রথম দিন
তরঙ্গে তরঙ্গে অন্ধকার গ্রাস করেছে
তবুও নোঙর ফেলতে পারিনি কোথাও
এভাবে অনেক দ্বীপ-উপদ্বীপে ঘুরেছি।


আজ সেই দিন যখন অনির্দিষ্টকালের জন্য
অনির্দিষ্ট গন্তব্যে যাত্রা শুরু হয়েছিল।
সহযাত্রায় একাকী অনুভূতিটা নির্মম হলে
তোমার অনুবাদটা বার বার পড়তাম।


কোনো ফলকে খোদিত নেই এই বিশেষ দিনাঙ্ক
কোন রঙ নেই বা এমন কোন আস্তরণ  
যা স্মৃতিজাত মুহূর্তগুলো ঢাকতে পারে।
আমার যে তরজমা তুমি করেছো,
তা যতটা ভুল তার চেয়ে অনেক বেশি প্রিয়।
আজ‌ই ছিল সহমতে সহযাত্রার প্রথম পদক্ষেপ
নিয়তির নিচে দাঁড়িয়ে তোমাকে ভালোবাসি আজও।