জ্ঞান-বিজ্ঞানে অন্ধ  তারা দৌঁড়ায় প্রতিদিন
বড্ড আলোর রৌশনায় তারা হয়েছে দৃষ্টিহীন
অসহায় ভাবে নীরব যেখানে কলা বিজ্ঞানের ল্যাব
সেখানেও ভাবে, স্রষ্টা কেন নাড়েনাকো হেথা ল্যাজ?


আক্বীদার আঙিনা বিচরণ করে পিওর সায়েন্স দিয়ে
যে ব্যাটা ভেবেছে বারংবার বিশ্বাস উল্টে নিয়ে
বোঝেনি জ্ঞান, বোঝেনি বিজ্ঞান, বোঝেনি বিশ্বাস কী
স্রষ্টার‌ বিতানে শ্বাস ফেলে বলে দিয়েছে প্রকৃতি।


বিজ্ঞানের সাগরে বিজ্ঞ নাবিকের দৃষ্টি হয় স্থির
পাতি বিজ্ঞানী ভাবে ইনি কেন ধর্মের নামে ধীর?
বিজ্ঞানের নামে অজ্ঞান যারা তাদের কথা বলি
জ্ঞানচর্চায় চেনে শুধু তারা কিনু গোয়ালার গলি।