উশৃঙ্খলতাকে সাজাবো কবিতার মোড়কে
তাহলে আদিম সত্যতা শরীর পোড়াবে না
হালের অসহিষ্ণুতায় মৃত্যু পায় সড়কে
চাই একটা দৈত্যবৎ শক্তির পরোয়ানা;


আজ হিংসার চড়া রোদে না হেঁটে উপায় কী
কাল ঋতুবতী হলেও আমার ঘুম পায়
উঠোনে রাখা আছে কবরযাত্রার পালকি
অথচ যাত্রিরা বৃক্ষতলে নীরবে ঘুমায়।


যমানা সবচেয়ে বেশি উর্বর এইহেতু,
ছায়াদানী বৃক্ষ ভীতু ভাবি বনস্পতি দেখে
কত মায়ায় লালিত বেড়েওঠা ধূমকেতু
সর্বাঙ্গ এঁকেছে টিকা, সে রক্তের রঙ মেখে।


আমি পাশ ফিরে নিই বন্ধ চোখে বিছানায়
ছায়ার ঘেরাটোপে কালের কবিতা ঘুমা


২৪-০৭-২০১৯