যে জাতির মস্তক ছিল চির উন্নত
তার শির যদি হয়ে যায় অবনত
তাহলে লাঞ্ছনাই হবে তাদের প্রাপ্তি
ক্ষণেক্ষণে মৃত্যুর প্রহরে এই জাতি
কর্মদোষে সর্বদাই কাফেরের হাত
অবলীলায় বিনাদোষে করে আঘাত
অনর্থ সৃষ্টির ভয়ে আজো ধৈর্য ধরে
অশ্রু ঝরে দুচোখে আত্মীয়ের কবরে।
দেয়নি তারা পা দাঙ্গার হাজারো ফাঁদে
বিপদে-আপদে আল্লাহর কাছে কাঁদে
জানি তুমি দিয়েছো তাদের অবকাশ
সব‌ জানো প্রভু জুলুমের ইতিহাস
কিবা বলি মন ভরে শুধু অবসাদ
অযথা মানুষ মারে দিল্লির জল্লাদ।


২৭-০২-২০২০