পায়ে পায়ে চলে এলাম যুগান্তরের চরে
বিনোদনের মানুষগুলো বন্দী ঘরে আজ
অনেক দেহের পরিধেয় সমাপনী সাজ
এতদিনে নিত্য ছিল মুসলমানের  ঘরে।


হঠাৎ দেখি গ্লোবখানা মরণ রঙে ছেয়ে
লক্ষ-কোটি প্রাণ কেঁদেছে চোখের পানি ছেড়ে
নির্দয়তার সাক্ষী রেখে জান নিয়েছে কেড়ে
করোনা নামে জীবাণুটা আসছে জোরে ধেয়ে।


আজকে জীবন-মরণ খেলা বৈষম্যহীন
বিধির বিধান বিধিমতো আসে ধরাধামে
পাপের ফল ভিন্নভাবে গযব হয়ে নামে
পরিশোধ করতে হবে যা হয়ে আছে ঋন।


সুযোগ তোমার আজ‌ই ক্ষয় করতে পাপ
তাওবা করো ভগ্নহৃদে চাইতে হবে মাফ।


৩০-০৩-২০২০