উপত্যকার মৃত্যু অন্য রকম হয় বলে
লুকিয়ে রাখতে হয়েছে ইতিহাসের তলে
তুষারের পরে বসন্ত আসলে হেসে ওঠে
সে ভূমি;পাখি ওড়ে আকাশে টিউলিপ ফোটে
কালের অভিমুখ বদলেছে অনেক বার
বদল হয়নি কেবল শুভ্র উপত্যকার
ইতিমধ্যে সভ্যতা ছড়িয়ে পড়েছে ভূধরে
বুনো বিক্রম ঠিক পাশবিকতার উপরে
রাষ্ট্রীয় খেয়ালে ছুটেছে বুলেট, প্লেট গান
নারীর আর্তস্বরে কি কাঁদে শুয়োরের প্রাণ?
তাই প্রবাদ বলি—'বিনাশ কালে বুদ্ধি নাশ'
আঁধারে তুলে রাখে গণহত্যার ইতিহাস


কাব্যতে হারাই আমি কাব্যেই জীবন যাপি
জালেমের হাতেই আঁকা মৃত্যুর পাণ্ডুলিপি।


10-08-2019