আমি নিহত হওয়ার আগে
একটা মুখ স্মৃতিচারণা করব
তবে অবশ্যই তা তোমার ছবি নয়
কাব্যের শপথ, আমি ব্যর্থ
সকালের হাঁড়িতে রাতের অন্ন
মৃত্যু ঝুলে প্রতিটি জানালায়
নেহাত নিহত হয়ে আছি
তাই, মৃত্যুর কথা মনে পড়ে না
তোমার অদ্ভুত বন্ধ্যাত্ব না দেখলে
বর্তমান দৃষ্টিটাও উন্মোচিত হতো না
আসলে আমার গোটাটাই নিহত।