কিছু ভগ্ন বাড়ির দেওয়ালে শ্যাওলা মাখা
ইতিহাসের গন্তব্য মনে হয় বাড়িটাকে
ধীরলয়ে উল্টে চলেছে তার ভাগ্যের চাকা
ঐতিহ্য লেখা ভেঙে পড়া ইটের ফাঁকে ফাঁকে।


শ্মশান কিংবা কবরের খুব নিকটে যারা,
সত্য ইতিহাস বুকে জড়িয়ে নীরবতায়
প্রত্যক্ষ করছে নিষ্ঠুর কালের স্রোতধারা,
ঐতিহ্য প্রবহমান তাদের অস্থি-মজ্জায় ।


পায়ে হাঁটা শিশুকাল মাটির মতোই খাঁটি
চঞ্চল কৈশর স্মৃতিময়, লাজে ভরা ক্ষণ
তরঙ্গের নানা রূপরেখা ধরে আমি হাঁটি
ব‌ইছি আজ‌ও রাতদিন প্রেমিকার মন ।


অবসরে যখন‌ই চলে এই আলাপন
মনে পড়ে কেবল সেই পুরনো বিজ্ঞাপন ।