স্বপ্ন আর ঘুমের মিলনস্থল তখন আবছা
আমাকে ঠিক স্বপ্নকন্যা বলা চলে না
কেননা অধরা চরিত্র ঊষাতুর মেঘে;
সম্পূর্ণ রাতটা তখনও কালো রঙে ঢাকা
এভাবেই চলে এসেছে দিনের মধ্যভাগ।


এখান থেকে সন্ধ্যার দূরত্ব কতই বা হবে
মাঝখানে একটা বিকেল পেরোলেই গন্তব্য
ফিরে যেখানেই যাও, যেতে তোমাকে হবেই
কত দেরি করে ফেললাম হাত খুঁজতে
যৌথ ভ্রমণের স্বপ্নটা বোধহয় ঘুমিয়ে
আমার বর্ণনাটা ঠিক স্বপ্ন সংগমের তীরে।


১৮-০৭-২০১৯