জ্যোৎস্নাময় রাতের স্নিগ্ধময়তার তুলনা,
          উদাসী কবির অকৃত্রিম প্রকৃতি-বন্ধনা;
বিষ্ময়াচ্ছন্ন পর্যটকের মনপ্রসূত কল্পনা,
          চিত্রকরের অতিব উচ্চবিলাসী আল্পনা।
ধরিত্রীতে  আসন্ন অষ্টম এক আশ্চর্য,
          প্রত্নতত্ত্বের ভান্ডারে মুল্যবান এক ভাস্কর্য;
দাবার বোর্ডে উপবিষ্ট সপ্রতিভ গাম্ভীর্য,
          বিদ্যাপীঠের গহ্বরে অধিষ্ঠিত উপাচার্য।
ব্যস্ত মোড়ে ন্যস্ত ওই স্তব্দ রক্তিম আলো,
          ঘুমন্ত দ্বিপ্রহরের স্নিগ্ধ ওই নিকষ কালো,
ম্লানায়মান এসব কিছুই,
          তুমিহীনা আবেশহীন;
রঙিন এই ধরনীটা,
          তুমিছাড়া বর্ণহীন।
কবিতার এই ডায়রীটা,
          হঠাৎ করেই ছন্দহীন।