কি নিয়ে কবিতা হতে পারে?
তোমার নাক, নাকের নোলক কিংবা নাকফুল,
নাকি শব্দে, ছন্দে আঁকবো তোমার
মেঘ কালো ঘন দীঘল চুল,


শুধু তোমার চোখ নিয়েই লিখা যাবে
দীর্ঘ একটি কবিতা
কাজল টানা নিখুঁত ডাগর সে চোখ দু’টি
যেনো জীবনানন্দের নাটোরের বনলতা!


কবিতা হতে পারে তোমার মায়াবি ঠোঁট
কিংবা ঠোঁটের কোণে লেগে থাকা ছোট্ট তিলক নিয়ে,
আরো লিখতে পারি নাকের ডগায় জমা হওয়া
বিন্দু বিন্দু ঘামে আলোর প্রতিফলিত ঝিলিক নিয়ে,


কবিতায় তোমার জোড়া ভ্রু’র সাথে
উপমা দেওয়া যায়, সদ্য উঠা বাঁকা চাঁদের সাথে
অজান্তেই তোমার ঠোঁটের কোণে
যে চিরল দাঁতের সুরু হাসি ফুটে উঠে
আঁধার রাতেও তা থেকে যেনো মুক্তোর দ্যুতি ঝরে,


তুমি হেঁটে যাও,
আমি খুঁজে পাই কবিতার ছন্দ
যেন পায়ে পায়ে গেঁথে যাও নকশি কাঁথা
এই হৃদয়ে তুলে যাও উত্তাল অদৃশ্য তরঙ্গ!