দেশটা আমার মায়ের মতো, গর্ব করি তাই
তোর চরন তলে মা'গো, আমি স্বর্গ খুঁজে পাই;
মা তুমি পেয়েছো বুঝি, মায়াময়ী সবুজ আঁচল
যে আঁচল মুছে দেয়গো, আমার চোখের জল;
রোদ বৃষ্টি ঝড় তুফানের, নেইকো যেন ভয়
তোমার আঁচল মা'গো মোর, নিরাপদ আশ্রয়।


ক্লান্ত হিয়া নিয়ে আমি, যখন ফিরি গো দুখে
দু-হাত বাড়িয়ে নাও মা'গো, তোমার উদার বুকে;
শীতল হাওয়া ছড়িয়ে দাও মা, স্বর্গ হতে এনে
কোথায় পাবো এমন পরশ, মাগো তুমি বিনে;
হাত বুলিয়ে দেওগো মা, আমার ছোট্ট মাথায়
তোমার স্নেহের ছোঁয়াতে, আমি যাই যেন নিদ্রায়।


আমার সুখের জন্যে মা'গো, বিলিয়ে দিয়েছো সব
পদ্মা মেঘনায় বইছে যেন, তোমার অশ্রুর কলরব;
অন্নমুখে দিয়েছো তুলে মা', তোমার হৃদয় ছিঁড়ে,
হারিয়ে তুমি যেও না ও মা, আঁধারিয়ার ভীড়ে।
তোমার দুখে কাঁদে মাগো, আমার অবুঝ প্রাণ
তোমার সেবায় দিতে চাই মা', নিজেকে কুরবান।
তোমার ছোট্ট নীড়ে মা'গো, সদায় খুঁজি ঠাঁই।
তুমি ছাড়া এই ভুবনে, মোর আর  ঠিকানা নাই।