কে তুমি লিখিলে আমায়
তব ছন্দের মহিমায়
তোমার কবিতা খানি।
থাক, পরে থাক তোমার
প্রাণের কবিতা খানি
যে কবিতায় নাইরে আমার
হৃদয় যাতনার বাণী
পড়া হইল না তাই,
মন যেচে ভাই,
সে মধুর কবিতা খানি।।


আমার কবিতা কে দেয়?
ফিরিয়ে আমায়!!!
সে কি খুঁজেছিলো হায়!
খুঁজেছিলো আমায়,
আজিকার সন্ধ্যায়?
না, সে আসে নাই
সন্ধ্যা বাতাসে মিশে নাই
খুঁজে নি আমায়।
আমি যে খুঁজেছিনু তারে
আপনার শূন্য নীড়ে
কয়? এইতো আমি একা
দেখি নাই তো তারি পদ রেখা,
সে যে ছিলো আমার রানী
তার হৃদয়েই লিখেছিলাম
আমার অমর কবিতা খানি।।