আমি জন্মেছি এদেশে
গারোপাহাড়ের পাদদেশে,
গারো বলে ডাকতে পারো-
তোমরা অনায়েসে।


কংশ পাড়ে বাড়ি আমার
নিতাই পাড়ে থাকি,
ব্রহ্মপুত্রের বুকের মাঝে
নিজেকে দিছি রাখি।


চাষার ছেলে চাষা আমি
ফসল ফলাই মাঠে,
ঐ ফসল কিনতে পাবে
আমার মুন্সীরহাটে।


বাঘবেড়ের বেড়ের মাঝে
সবকিছুই মোর আছে,
ইচ্ছে হলেই ছুটে যাই
আমার মায়ের কাছে।


পুটিয়া গাঙের পাড়ে
আমার মামার বাড়ি,
সময় পেলে মাকে নিয়ে
সেঁথায় দেই পাড়ি।


চারিয়াবাজার আড্ডাখানা
বন্ধুরা সব থাকে,
চারিয়াবাসী আমাকে সদা
আপন করে রাখে।


গাছগড়ার ঐ খোলা মাঠে
পাঠশালা আমার,
সেঁথায় তুমি খুঁজে পাবে
জ্ঞান জগতের দ্বার।


আমি অবুঝ গ্রাম্যবালক
মোর সহজ-সরল মন,
সবুজ বনের পাখপাখালি
আমার আপনজন।


পল্লী মায়ের মাঠে-ঘাটে
আমার আনাগোনা,
ওসব ছাড়া মোর পরিচয়
নাইরে আর জানা।