কে সে পূজারিণী বেশে
শরৎ প্রভাতে এসে
এমন অদ্ভুত হাসি হাসে!
সে কি জানেনা!
ঐ আঁধারের কান্না
যা নিশিতে মিশে
শিশিরের বেশে
অশ্রু করেছে গোপন
যাতনা করেগো আস্বাদন।
কে সে সঁপে নিজেকে
ওরে পূর্বালোকে
সে কি এসেছিলো
-ঐ আঁধারে
সে কি খুঁজেছিলো  
-নিশির দেবতারে
রজনী গন্ধার সুবাস
একাকি হলো বিনাশ
সে কি এসেছিলো
আঁধারে হেসেছিলো
পূজেছিলো তারে
কি করে চায় সে?
-ভোরের সূর্য দেবতারে।