নতুন বছর নতুন ক্ষণে,
পুরনো কথা পড়ছে মনে
পুরনো খাতায় হিসাব কষে
মনটা কাঁদে আজ দিবসে।


চাই না কিছু এই দিবসে
সে কি আর ফিরে আসে?
সময়চক্র চক্র নহে
ওর মতো ও যায়রে বহে
কিসের উল্লাস তাই হারিয়ে
কান্না আসে মুখ ফিরিয়ে।


সত্যি নতুন হইবো নাকি?
নয়তো আবার মিছে ফাঁকি!
ক্ষয়ে নুয়ে যাচ্ছে দেখি
কেমবা তাই বিশ্বাস রাখি।
চাই না আমি এই আবর্তন
চাই না ওরে আমার পতন
মানি না এই পরিবর্তন
থাকতে চাই আগের মতন।


সকল কিছু নতুন এনে
নিচ্ছে আমায় কোথায় টেনে?
ভাবছে এই মন ক্ষণে ক্ষণে।
নাইরে তাই আয়োজন মনে
আজিকার এই নববর্ষ বরণে।।