আজি বসন্ত লাগিলো যেন মনে,
ওরে মাধবী ফুল ফুটিলো কোন বনে!
উতলা হাওয়ায় কে ছড়ালো সুবাস-
নিরব হৃদয়ে জাগিলো রে প্রেমের অভিলাষ।
ওগো আমি চাই না আজ বসন্ত বিলাস।।


টিউলিপের লাল ঠোঁট হাসিতেই প্রস্ফূট
লজ্জায় নীলাভে মায়াবী তার মুখ,
কে যেন ছড়ালো রূপের মাধুরি,
নির্ভাব মনে করিলো ভাবের সঞ্চারি।
ওগো আমি নয়কো আজ বসন্ত পুজারি।।


অরণ্যের অগ্নিশিখা পরেছে রাজটিঁকা,
রক্তিমা আবেশে মিলিলো তার দেখা,
কে যেন এলো লোহিত শাড়ি পরে-
দুর্মর মন আমার জ্বলে-পুড়ে-মরে।
ওগো আমি পাতিনি হাত বসন্ত দুয়ারে।।


আজি যেন এলো বসন্তদূত,
বাণী শুনালো করিতে প্রমোদ,
কে যেন তুলিলো আজ সুরের লহরী-
কান পেতে শুনি তারি গান দিবস-শর্বরী।
ওগো আমি চাই না হতে আজ বসন্ত প্রহরী।।


চাঁপা ফুলে খোঁপা বেঁধে হলুদিয়া বেশে,
কে যেন সাজিলো আজ মহোল্লাসে,
তরঙ্গ তুলে গায় ডাকে যেন ইশারায়-
মনে লয় সিঁদুর পরাই পূরবী নীলিমায়।
ওগো আমি চাইনা কিছু আজ বসন্ত বেলায়।।
...........................
                  .................................
উৎসর্গ-
          বসন্ত মানবী রাইদা ইফরীত ধীরা