মেহেদী পাতার রংটি হাতে, মন ভরেনি তবু তাতে!
রংধনুর ঐ রংটি পেতে, হাত পেতেছো পূব দিগন্তে!
সালভিয়ায় ভরে  দিবো ফিরাও তোমার হাতখানি,
রক্তজবা ডাকছে তোমায় ফিরে এসো ওগো বিলাসিনী।


সিঁদুর মাখা তোমার মুখখানে তবুও তুমি সূয্যস্নানে!
নত মাথায় জোড়হাতে দিচ্ছো পুজা তারি শানে!
রঙিন আভায় মাখিয়ে দিবো ফিরাও তোমার মুখখানি
লালগোলাপ ডাকছে তোমায় ফিরে এসো ওগো রাঙিনী।


শুভ্রতা তো তোমাতেই পাও   তবুও তুমি আবেরে চাও!
সঁপে প্রাণ  দীনতায় খুঁজ্ছো শুধু তার পায়ে ঠাঁই!  
শুভ্রতায় ভরে দিবো ফিরাও তোমার হৃদয়খানি
কাশফুল ডাকছে তোমায় ফিরে এসো ওগো  শ্বেতাঙিনী।


কাজল তোমার চোখের পানে ছুটেছো তবু মেঘের টানে!
সঁপেছো আঁখি তারি পানে, মেতেছো তুমি তারি গানে!
মায়ার কাজল পরিয়ে দিবো ফিরাও তোমার চাহনী
জংকুলি ডাকছে তোমায় ফিরে এসো  ওগো কাজলিনী।


জলের মধ্যেই তুমি আছো, তবও তুমি  বৃষ্টি যাচো!
আকাশেতে চেয়ে থাকো মেঘের কাছে তারে মাগো!
তৃষ্ণা তোমার মিটিয়েদিবো ফিরাও তোমার মুখখানি
কর্ণফুলী ডাকছে তোমায়, ফিরে এসো ওগো ছাতকিনী।


বাঁধনহীন  তো এখনি আছো তবুও তুমি মুক্তি খুঁজো!
ঐ নীলিমার সীমানা নাই , তাই ধরেছো তারি পায়!
মুক্ত  তোমায় রাখিবো সদায় , ফিরাও তোমার চাহনী
সবুজ বন ডাকছে তোমায় ফিরে এসো ওগো বিহগিনী।